সাংগঠনিক-কাঠামো - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চেয়ারম্যান মহোদয়ের জীবনী

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান মহোদয়ের জীবনী

 

প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, শিক্ষক-প্রশিক্ষক এবং শিক্ষা প্রশাসনে নিয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। 

প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম ১৯৬৭ খ্রিস্টাব্দে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার অন্তর্গত বেগম নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা- মহাঃ মহসীন আলী, মাতা- মরহুম বেগম বদরুন নেসা। গ্রামেই তাঁর শিক্ষাজীবন শুরু হয়। তিনি গোমস্তাপুর কিউ.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৮২ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর ইউসুফ আলী কলেজে ভর্তি হন। এই কলেজ হতে ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে ১৯৮৭ খ্রিস্টাব্দে স্নাতক (সম্মান) ও ১৯৮৮ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেন। 

চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম ১৯৯৩ খ্রিস্টাব্দে শিক্ষকতা শুরু করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কর্মস্থল সমূহের মধ্যে রয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ; রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী; আদিনা ফজলুল হক সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ; পাবনা এডওয়ার্ড কলেজ, পাবনা এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী। ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে তিনি রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহীতে শিক্ষক-প্রশিক্ষক হিসেবে ও ফরেইন ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহীতে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাজ্যের কলেজ অব সেন্ট মার্ক এন্ড সেন্ট জন হতে তিনি ১৯৯৯ খ্রিস্টাব্দে কমিউনিকেটিভ ল্যাংগুয়েজ টিচিং (সিএলটি) বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১০ খ্রিস্টাব্দে এংলিয়া রাসকিন ইউনিভার্সিটি, ক্যামব্রিজ, যুক্তরাজ্য হতে টি ও টি কোর্স সম্পন্ন করেন। ২০১৯ খ্রিস্টাব্দে নায়েম, ঢাকা থেকে এসএসসিইএম প্রশিক্ষণ সম্পন্ন করেন।  এছাড়াও তিনি বিভিন্ন সময় ইংল্যান্ড, ফ্রান্স, মালয়েশিয়া, চীন প্রভৃতি দেশ ভ্রমণ করেন।

তিনি ২০২২ খ্রিস্টাব্দে সৌদি আরবে পবিত্র হজ্জ্বব্রত পালন করেন।

প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরে চেয়ারম্যান হিসেবে কর্মরত। 

 

.