নাম-ও-বয়স-সংশোধন-সংক্রান্ত-বিজ্ঞপ্তি
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd সেপ্টেম্বর ২০২৫

নাম ও বয়স সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2025-07-10

 

বিজ্ঞপ্তি
 
অত্র শিক্ষা বোর্ডের আওতাধীন নাম ও বয়স সংশোধন সংক্রান্ত সেবা গ্রহীতাগণ, সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেবা সহজিকরণ এবং দ্রুততম সময়ে সেবা গ্রহনের লক্ষ্যে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদন অনলাইনে https://dinajpureducationboard.gov.bd  অথবা http://onlineapplication.dinajpurboard.gov.bd ওয়েব এড্রেস এর মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ফরম পূরণ করে নিম্ন বর্ণিত শর্তে উল্লিখিত কাগজপত্রসহ আবেদন এর পর মূল ফাইল শিক্ষা বোর্ডের নাম ও বয়স সংশোধন শাখায় জমা করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষার্থীর নিজ নাম/পিতার নাম/মাতার নাম ও বয়স সংশোধন এবং জেন্ডার সংশোধনের জন্য অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র, শর্ত ও নিয়মাবলী নিম্নরূপঃ
০১. অনলাইন ফরম এর হার্ড কপি।
০২. শিক্ষার্থীর নিজ/পিতা/মাতার নাম সংশোধন এবং শিক্ষার্থীর বয়স সংশোধনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদেয় প্রত্যয়ন পত্র।
০৩. শিক্ষার্থীর জন্ম সনদ (সংশোধিত)।
০৪. শিক্ষার্থীর পি. ই. সি. পাশের সনদ (সংশোধিত)। 
০৫. ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তি রেজিস্টারের (সঠিক/সংশোধিত) ফটোকপি।
০৬. পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে তাঁদের NID কার্ডের ফটোকপি।
০৭. https://sonali-e-sheba.dinajpurboard.gov.bd/, ই-সেবার মাধ্যমে জেএসসির জন্য ১০০০/-(এক হাজার) টাকা, এসএসসি ও এইচএসসি-এর জন্য ১০০০/-(এক হাজার) টাকা এবং বয়স সংশোধন ফি-১০০০/-(এক হাজার) টাকা সোনালী ই-সেবার মাধ্যমে জমা দিয়ে অনলাইন পেমেন্ট রশিদসহ আবেদন দাখিল করতে হবে।
০৮. শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ডের জেন্ডার সংশোধনের ক্ষেত্রে ১০০০/-(এক হাজার) টাকা সোনালী ই-সেবার মাধ্যমে জমা দিয়ে অনলাইন পেমেন্ট রশিদসহ আবেদন দাখিল করতে হবে।   
০৯. শিক্ষার্থীর জেএসসি/এসএসসি/এইচএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট এর ফটোকপি।
১০. শিক্ষার্থীর বয়স সংশোধনের আবেদন দাখিলের ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের মধ্যে শিক্ষা বোর্ডে বয়স সংশোধনের আবেদন দাখিল করতে হবে। 
১১. নাম ও বয়স সংশোধন সভায় উপস্থিতির দিন সোনালী ই-সেবার মাধ্যমে জমাকৃত অনলাইন পেমেন্ট রশিদ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির মূল রেজিষ্টার এবং মূল সনদসমূহ (০৩, ০৪, ০৬ ও ০৯ নং ক্রমিকে বর্ণিত) শিক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে।

অত্র শিক্ষা বোর্ডের আওতাধীন
সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।