������������������������-������������������
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৩

চেয়ারম্যান মহোদয়ের জীবনী

 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান মহোদয়ের জীবনী

 

প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক, শিক্ষক-প্রশিক্ষক এবং শিক্ষা প্রশাসনে নিয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। 

প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ ১৯৬৮ খ্রিস্টাব্দে নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামেই তাঁর শিক্ষাজীবন শুরু হয়। গোটগাড়ী শহিদ মামুন উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৪ খ্রিস্টাব্দে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে ভর্তি হন। এই কলেজ হতে ১৯৮৬ খ্রিস্টাব্দে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে ১৯৮৯ খ্রিস্টাব্দে স্নাতক (সম্মান) ও ১৯৯০ খ্রিস্টাব্দে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেও তিনি কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বৃত্তি লাভ করেন।

চতুর্দশ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ ১৯৯৩ খ্রিস্টাব্দে শিক্ষকতা শুরু করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কর্মস্থল সমূহের মধ্যে রয়েছে নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, রাজশাহী কলেজ, রাজশাহী এবং কারমাইকেল কলেজ, রংপুর। ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পে তিনি শিক্ষক-প্রশিক্ষক, সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজ, নওগাঁয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং নাচোল সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাজ্যের কলেজ অব সেন্ট মার্ক এন্ড সেন্ট জন হতে তিনি ১৯৯৯ খ্রিস্টাব্দে কমিউনিকেটিভ ল্যাংগুয়েজ টিচিং (সিএলটি) বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৯ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক পরিচালিত সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণে অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন পূর্বক চেয়ারম্যানস এওয়ার্ড লাভ করেন। একই বছর তিনি মালয়েশিয়ার নটিংহ্যাম ইউনিভার্সিটিতে লিডারশীপ প্রশিক্ষণে অংশগ্রহণ করে ডিস্টিংশন অর্জন করেন।  

প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ ০৮ জুন ২০২৩ তারিখ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরে চেয়ারম্যান হিসেবে কর্মরত।

 

.